বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | Hooghly: ৮ বছরের বালককে কুপিয়ে, মাথা থেঁতলে খুন, ঘটনাস্থলে পুলিশ কমিশনার

Pallabi Ghosh | ১৭ ফেব্রুয়ারী ২০২৪ ১৮ : ০৪Pallabi Ghosh


মিল্টন সেন, হুগলি: মাত্র আট বছরের বালককে কুপিয়ে, মাথা থেঁতলে খুন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল কোন্নগর কানাইপুর গ্রাম পঞ্চায়েতের আদর্শ নগরে। মৃতের নাম শ্রেয়াংশু শর্মা(৮)। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায়। ওই বালক একা ঘরে তখন টিভি দেখছিল। কিছুক্ষণ পরে তার খুরতুতো দিদি ঘরে ঢুকে দেখতে পান রক্তাক্ত অবস্থায় তাঁর ভাই মাটিতে পড়ে আছে। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরীক্ষানিরীক্ষার পর চিকিৎসকরা শ্রেয়াংশুকে মৃত বলে ঘোষণা করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় উত্তরপাড়া থানার পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান খুন করা হয়েছে বালককে। শুক্রবার রাতের ঘটনার পর এদিন শোকগ্রস্ত থমথমে গোটা এলাকা। পরিবার সূত্রে জানা গেছে, শ্রেয়াংশু শর্মাকে খুন করার জন্য ইট, ফল বা সবজি কাটার ছুরি, গণেশ ঠাকুরের মূর্তি, ও খাবার খাওয়ার ছোট টেবিল ব্যবহার করা হয়েছে। মাথা থেঁতলে খুন করা হয়েছে ওই বালককে। ঘটনার সময় বাড়িতে একা ছিল শ্রেয়াংশু। সেই সুযোগ কাজে লাগায় খুনি। জয়েন্ট ফ্যামিলি। বাবা, মা, জেঠু, জেঠিমা, দাদু, ঠাকুমা সবাই জীবিত পরিবারে। বাবা পঙ্কজ শর্মা কলকাতায় বেসরকারি কোম্পানিতে কাজ করেন। মা কোন্নগরে একটি ফুড ক্যাফেতে কাজ করেন। পরিবারের অনুমান দিন কয়েক আগে স্কুলের একজন সিনিয়ার দাদার সঙ্গে স্কুলে যাওয়ার পথে ঝগড়া হয়েছিল। তার পরেও একাধিকবার ঝগড়া হয় তাদের মধ্যে। শ্রেয়াংশুর মা ওই ছাত্রের পরিবারকে ঘটনার কথা জানিয়েও এসেছিল। সন্ধ্যায় ঘরে একা টিভি দেখছিল শ্রেয়াংশু। প্রথমে শ্রেয়াংশুর জেঠতুতো দিদি তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। পুলিশ খুনে ব্যবহৃত ছুরি, ইট, গণেশ মূর্তি, খাবার খাওয়ার টেবিল সব কিছু বাজেয়াপ্ত করেছে। প্রতিবেশীদের সঙ্গে খুবই ভাল সম্পর্ক রয়েছে এই পরিবারের। শনিবার ঘটনাস্থলে পৌঁছন চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগী। সম্পূর্ণ ঘটনা খতিয়ে দেখার পর তিনি বলেছেন, একটা আট বছরের শিশুর উপর হামলা হয়েছে। যে ধরনের আক্রমণ হয়েছে তা চোখে দেখা যায় না। পরে শিশুটির মৃত্যু হয়েছে। কী কারণে খুন হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। তার পরিবার-পরিজনের সঙ্গে কথা বলা হচ্ছে। ঘটনার ফরেনসিক তদন্ত হবে। যে ঘরে ঘটনা ঘটেছে সেই ঘরটি আপাতত সিল করে দেওয়া হয়েছে। বাড়িতে পোষ্য কুকুর রয়েছে, তবে পোষ্যটা সব সময় চেঁচায়। তাই ঘটনার সময় কুকুরের আওয়াজকে কেউ গুরুত্ব দেয়নি।
ছবি: পার্থ রাহা




বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর

জাল নোট পাচারের জন্য মুর্শিদাবাদে আসা,কিন্তু পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে জানেন?...

ইসরোর বিশাল পদক্ষেপ, তিন বছরের মধ্যে চাঁদের উদ্দেশে পাড়ি দেবে চন্দ্রযান ৪, কত টাকা অনুমোদন করল মন্ত্রিসভা? ...

লাউড স্পিকার বাজিয়ে বিশ্বকর্মা পুজোর জলসা, বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ...

পুকুরে মাছ চাষের রমরমায় কমছে পদ্ম-চাষ, পুজোর আগে ভরসা কেবল হিমঘর! ভাবনা বাড়ছে মালদায় ...

ডিভিসির ছাড়া জলে জলমগ্ন হুগলির একাংশ, কোমর জলে বাড়িঘর, নৌকো করে চলছে কাজ...

উল্টে গেল স্পিডবোট, ক্রমশই তলিয়ে যাচ্ছিলাম, নদী থেকে উঠে জানালেন সাংসদ...

বাতিল সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন

এবার কিন্তু নামগুলো মুখ্যমন্ত্রীকে জানাব, হুঁশিয়ারি জেলা সভাধিপতির...

সাত ব্লকের ৩৫ গ্রাম পঞ্চায়েত জলের তলায়, মুখ্যমন্ত্রী এলেন, প্রধানমন্ত্রী কোথায়? : বেচারাম মান্না...

মুর্শিদাবাদে বন্যা পরিস্থিতির অবনতি, বন্যার জলে ডুবে নিখোঁজ এক ...

টানা বর্ষণে বন্যা পরিস্থিতি, ত্রাণ শিবিরে যাওয়ার পথেই কি ডুবে গেল নাবালিকা? মর্মান্তিক পরিণতি...

নীলকন্ঠের দেখা মিলল চাঁদখালিতে

শুঁড় উঁচিয়ে আশীর্বাদ করল গজরাজ, বিশ্বকর্মা আরাধনার দিনেই  বিশেষ পুজো পেল কাবেরী, ফুলমতিরা...

প্রেমে প্রত্যাখান, চলন্ত বাসে কুপিয়ে খুন নাবালিকাকে...

সাহাগঞ্জের গণপ্রহারের ঘটনায় গ্রেপ্তার তিন



সোশ্যাল মিডিয়া



02 24